Blog Details

Image

12 Nov 2025

Lutfun Nahar

Sultana's Dream...to be continue...

আধিপত্যবাদী সমাজে মেয়েরা নিজের অধিকারে মাথা তুলে দাঁড়াবে, 'সুলতানার স্বপ্ন' গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। সেই স্বপ্নের আঙ্গিক, আকাঙ্ক্ষা আর বিষয়বস্তু নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক মাসব্যাপি কর্মশালায় অংশগ্রহণ করি আমরা ২৪ জন তরুণ তরুণী।

১৬ নভেম্বর কর্মশালার প্রথম দিনে উদ্ভোধনী সেশনে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী সুলতানা কামাল। তিনি আমাদের ’লিভিং সুলতানা’। কি গভীর মনযোগ দিয়ে শুনছিলেন আমাদের অভিযোগ, অনুযোগের গল্পগুলি। প্রথমে তিনি শুনলেন আমাদের কথা, তারপর একদম ঘরোয়া ভঙ্গিতে বলতে শুরু করলেন।

তাঁর একটি কথা আমাদের হৃদয়ে গভীর দাগ কেটেছে, “একটা গান আছে না, ‘তোমার মনের মানুষ কে রে?’—আমরা কি চাই সেই স্বপ্নের মানুষটি রেপিস্ট হোক, এবিউজার হোক, বা দুর্নীতিপরায়ণ হোক? নিশ্চয়ই না! আমরা আমাদের মনের মানুষটি যেমন হোক আশা করি, ঠিক তেমনি আমাদেরকেও অমন ভালো, ক্লিন, সুন্দর মনের মানুষ হতে হবে।

তাঁর এই বক্তব্য আমাদের যাত্রায় যোগ করেছে এক গভীর অনুপ্রেরণা, যা ‘সুলতানার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে আমাদের শক্তি জোগাবে। এই কর্মশালা শুধু চলচ্চিত্র নির্মাণ নয়, এটি সুন্দর মনের মানুষ হওয়ার এবং একটি সমতার সমাজ গড়ার শপথ।